চীন বেসামরিক ছদ্মাবরণে সামরিক মহাকাশ কর্মসূচি চালাচ্ছে : নাসাপ্রধান
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৮
মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন দাবি করেছেন, চীন বেসামরিক ছদ্মাবরণে তার সামরিক মহাকাশ কর্মসূচি পরিচালনা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি এড়িয়ে যেতে পারে না।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে তাদের তথাকথিত অনেক বেসামরিক মহাকাশ কর্মসূচি হলো সামরিক কর্মসূচি। আমরা আমি মনে করি, কার্যত আমরা প্রতিযোগিতায় আছি।
নেলসন ক্যাপিটল হিলে নাসার ২০২৫ অর্থবছরের বাজেট শুনানিকালে আইনপ্রণেতাদের বলেন, গত ১০ বছরে চীন নজিরবিহীনভাবে এগিয়েছে। তবে তারা খুবই খুবই গোপনীয়ভাবে কাজ করে।
যুক্তরাষ্ট্র ও চীন উভয়েই চাঁদে তাদের নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে।
নাসা আশা করছে, তারা ২০২৬ সালের কোনো এক সময়ে আরটেমিস ৩ মিশনের মাধ্যমে তা সম্পন্ন করতে পারবে। আর চীন ২০৩০ সাল নাগাদ চাঁদে মানুষ নামানোর আশা করছে।
সাম্প্রতিক বছরগুলোতে তহবিল বিলম্বিত হওয়া এবং কারিগরি জটিলতার কারণে তাদের বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচি পরিবর্তন করতে বাধ্য হয়।
উভয় দেশ চাঁদে পা রাখার মিশন গ্রহণ করায় নেলসন জোর দিয়ে বলেন, চীনের আগে যুক্তরাষ্ট্রের সেখানে যাওয়া দরকার।
তিনি বলেন, চীন এই খাতে প্রচুর টাকা ঢালছে। তাদের বাজেট ব্যাপকভাবে বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণায় এগিয়ে থাকার অবস্থান হারাবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা