১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিডনিতে শপিং সেন্টারে ছুরিকাঘাতে ৬ জন নিহত, পুলিশের গুলিতে ঘাতকের মৃত্যু

সিডনিতে শপিং সেন্টারে ছুরিকাঘাতে ৬ জন নিহত, পুলিশের গুলিতে ঘাতকের মৃত্যু - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির একটি শপিং সেন্টারে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এ হামলায় শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার শহরের পূর্বাঞ্চলে বন্ডি জংশনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে এ ঘটনা ঘটে।

আহতদের অবস্থা সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

নিউ সাউথ ওয়েলসের সহকারী পুলিশ কমিশনার অ্যান্থনি কুক জানান, সন্দেহভাজন হামলাকারী শহরের পূর্ব শহরতলীর বন্ডি জংশনের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে ৯ জনকে ছুরিকাঘাত করে। এরপর পুলিশ তাকে গুলি করে। এ ঘটনায় হামলার শিকার ৬ জন ও সন্দেহভাজন ওই হামলাকারীর মৃত্যু হয়।

কুক আরো বলেন, নিহত সন্দেহভাজন একাই এ কাজ করেছে। আর কোনো হুমকির সম্ভাবনা নেই। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে এমন কিছু নেই যা কোনো উদ্দেশ্য বা কোনো মতাদর্শের ইঙ্গিত দেয়। তবে আমরা কোনো কিছুর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’

কুক বলেন, ঘটনাস্থলে একজন পুলিশ পরিদর্শক সন্দেহভাজন ওই ব্যক্তির মুখোমুখি হয়ে ‘অনেক লোকের জীবন বাঁচিয়েছিলেন’।

ভিডিওতে দেখা যায়, শপিং সেন্টারের আশপাশে অনেক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে এবং লোকজন বের হয়ে আসছে।

স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী অস্ট্রেলিয়ার এবিসি টিভির সাউন্ড ইঞ্জিনিয়ার রোই হুবারম্যান বলেন, ঘটনার সময় তিনি একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন।

তিনি বলেন, ‘হঠাৎ আমরা সম্ভবত দুটি গুলির শব্দ শুনতে পাই এবং আমরা কী করব তা বুঝতে পারছিলাম না।’

তিনি আরো বলেন, ‘দোকানের একজন আমাদের পেছনে নিয়ে গিয়ে দোকানে তালা লাগিয়ে দেন। তিনি আমাদের পেছন দিয়ে যেতে দেন এবং তারপর আমরা বাইরে চলে এসেছি।’ সূত্র : ইউএনবি

 

 


আরো সংবাদ



premium cement