১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গত ২ নির্বাচনে চীনা হস্তক্ষেপের প্রমাণ দাবি কানাডার গোয়েন্দাদের

গত ২ নির্বাচনে চীনা হস্তক্ষেপের প্রমাণ দাবি কানাডার গোয়েন্দাদের - ফাইল ছবি

কানাডার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দেশটির গত দুই নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে। কানাডার রাজনীতিতে চীনা সন্দেহজনক হস্তক্ষেপের ব্যাপারে এখন পর্যন্ত এটাই সবচেয়ে জোরালো প্রমাণ।

উল্লেখ্য, ২০১৯ এবং ২০২১ সালে অনুষ্ঠিত উভয় নির্বাচনেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি জয় লাভ করে। চীনের সম্ভাব্য ভূমিকা প্রশ্নে মিডিয়ার প্রতিবেদন নিয়ে বিরোধী আইনপ্রণেতাদের কাছ থেকে চাপের মুখে ট্রুডো বিদেশী হস্তক্ষেপ প্রশ্ন কমিশন গঠন করেন।

কমিশন সোমবার কানাডা নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (সিএসআইএস) ২০২৩ সালের ফেব্রুয়ারির ব্রিফিং থেকে উদ্ধৃতি দেয়।

এতে বলা হয়, আমরা জানি যে চীন গোপনে এবং প্রতারণাপূর্ণভাবে ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। উভয় নির্বাচনেই বিদেশী হস্তক্ষেপ ছিল বিচক্ষণ প্রকৃতির এবং চীন সরকারের সাথে সংশ্লিষ্ট ইস্যুতে চীনপন্থী বা নিরপেক্ষদের সমর্থন করে।

এ ধরনের মূল্যায়নের খবর ইতোপূর্বে গ্লোবাল নিউজ প্রকাশ করেছিল। তবে চীন কানাডার রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেছে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement