২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টিকটক মূলত চীনা প্রতিষ্ঠান : মার্কিন আইনপ্রণেতা

টিকটক মূলত চীনা প্রতিষ্ঠান : মার্কিন আইনপ্রণেতা - ফাইল ছবি

মার্কিন আইনপ্রণেতা মারিও ডিয়াজ-বালার্ট বলেছেন, স্বল্প দৈর্ঘের ভিডিও হোস্টিং সার্ভিস টিকটক মূলত চীনা প্রতিষ্ঠান। মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য, হাউস অ্যাপ্রোপ্রিয়েশন্স সাবকমিটি অন স্টেট, ফরেন অপারেশন্স-এর চেয়ারম্যান, কংগ্রেশনাল তাইওয়ান ককাসের কো-চেয়ার মারিও ভয়েস অব আমেরিকাকে দেয়া এক সাক্ষাতকারে এই দাবি করেন।

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপিত হয়েছে। এতে বাইটড্যান্সকে ১৮০ দিনের মধ্যে টিকটক থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় একে নিষিদ্ধ করা হতে পারে বলে বিলে বলা হয়েছে।

বাইটড্যান্স তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনো ব্যক্তিগত তথ্য চীনা সরকারকে প্রদান করে না।

মারিও বলেন, টিকটক নিয়ন্ত্রিত হয়ে থাকে চীনা কমিউনিস্ট পার্টির মাধ্যমে। সোভিয়েত আমলে সোভিয়েত কোনো গুরুত্বপূর্ণ নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্রে তৎপরতা চালাতে দেয়া হয়নি। কারণ, এটা জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি হয়। চীনারা টিকটক থেকে আমেরিকার জনসাধারণের তথ্য পাচ্ছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement

সকল