১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি : বহু হতাহত

যুক্তরাষ্ট্রে শপিং মলে গুলি : ব্যাপক হতাহতের শঙ্কা - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডালাস নগরীর এক ব্যস্ত শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিশুসহ অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ জানায়, অ্যালেন প্রিমিয়ার আউটলেটের মলে গুলিবর্ষণ শুরু হতেই পুলিশের গুলিতে সন্দেহভাজন একমাত্র হামলাকারী নিহত হয়।

নগরীর পুলিশপ্রধান ব্রায়ান হারভে এক সংবাদ সম্মেলনে বলেন, নিশ্চিতভাবেই মৃত্যু হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে, তা জানানো যাচ্ছে না।

মেডিক্যাল সিটি হেলথকেয়ার এক লিখিত বিবৃতিতে জানায়, ৫ থেকে ৬১ বছর বয়স্ক আট ব্যক্তির চিকিৎসা তারা করছেন। তিনি তাদের অবস্থা সম্পর্কে কিছুই জানাননি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘটনাকে 'অবর্ণনীয় ট্রাজেডি' হিসেবে অভিহিত করেন। টেক্সাসের এই এলাকায় প্রায় এক লাখ লোকের বাস।

উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে বন্দুকের গুলিতে নিহত লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২১ সালে দেশটিতে ৪৯ হাজার লোক এভাবে নিহত হয়েছে। আর ২০২০ সালে নিহত হয়েছে ৪৫ হাজার।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
সারাদেশে আবহাওয়া কেমন থাকবে জানালো অধিদফতর বাবাকে খুঁজে বেড়ায় শিশু ইব্রাহিম, কোথায় পাবে সে? অর্থের প্রবাহ বাড়াতে এডিপি বাস্তবায়ন দ্রুত করার উদ্যোগ সরকারের দাম বাড়ার পরই সয়াবিন তেলে বাজার সয়লাব কুমিল্লা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু ৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু সিরিয়ায় বদলে গেছে পতাকার রং! ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পাশ্চাত্য সৈন্য মোতায়েনে আপত্তি নেই জেলেন্সকির সিরিয়ার ২৫০টিরও বেশি স্থাপনায় ইসরাইলি হামলা দক্ষিণ কোরিয়ার ক্ষমতা ধরে রাখতে প্রেসিডেন্ট ইউনের লড়াই ‘বিপজ্জনক’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা

সকল