১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ন্যাটোর জরুরি বৈঠক

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন - ফাইল ছবি

ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডে একটি রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে দু’জন নিহত হয়েছেন। এরপর-ই জরুরি বৈঠকে বসে ন্যাটোর শীর্ষ নেতারা। মিটিং শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে ছোড়া নাও হতে পারে।

বুধবার ন্যাটোর এক জরুরি মিটিং শেষে তিনি এ কথা জানান। এর আগে মঙ্গলবার দেশটির সীমানায় এ হামলা হয়।

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার সাথে রাশিয়া জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন জানান, ‘প্রাথমিক তথ্য মতে, এই হামলার সাথে রাশিয়া জড়িত কিনা তা নিয়ে আপত্তি রয়েছে। আমরা সম্পূর্ণ তদন্ত না করা পর্যন্ত এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কিন্তু ‘ট্রাজেক্টরি লাইন’ অনুযায়ী এটা রাশিয়ার হামলা নাও হতে পারে। তবে আমরা বিষয়টি আরো খতিয়ে দেখছি।’

বাইডেন আরো বলেন, যেকোনো প্রতিক্রিয়া করার আগে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোভুক্ত দেশগুলো বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করবে।

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করায় বিশ্ব নেতারা এখন ইন্দোনেশিয়ার বালিতে অবস্থান করছেন। পোল্যান্ডে বিস্ফোরণের পর বাইডেন নিজেই জরুরি এ বৈঠকের আহ্বান জানান।

বৈঠকে ন্যাটোভুক্ত দেশ জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, ইতালি, ফ্রান্স এবং ব্রিটেন অংশ নেয়। এছাড়াও ন্যাটোভুক্ত দেশ না হয়েও জাপান এবং ইউ-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল