০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি - ছবি : এএফপি

শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, একটি গণতান্ত্রিক পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

দ্য নিউজ এ খবর জানিয়েছে।

জেন সাকি বলেন, আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক এবং গণতান্ত্রিক নীতিকে সমর্থন করি। আমরা চাই না, পাকিস্তানে একটি রাজনৈতিক দল ক্ষমতায় বসবে, আবার তাদের উৎখাত করে আরেক দল বসবে।

প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্র ‘অবশ্যই’ আইনের শাসন এবং আইনের অধীনে সমান ন্যায়বিচারের নীতিকে সমর্থন করে।

নানা নাটকীয়তার পর গত শনিবার (৯ এপ্রিল) পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এর পেছনে একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্র) ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে আসছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি অস্বীকার করছে।


আরো সংবাদ



premium cement