১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


যুক্তরাষ্ট্রে গাছের ডালে কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ

যুক্তরাষ্ট্রে গাছের ডালে কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ
যুক্তরাষ্ট্রে গাছের ডালে কৃষ্ণাঙ্গ যুবকের ঝুলন্ত লাশ - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাছ থেকে ঝুলন্ত এক কৃষ্ণাঙ্গ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার এই ঘটনাকে আত্মহত্যা বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয়রা বলছে, নিজ সম্প্রদায়ের সাথে কর্তৃপক্ষের ঘৃণ্য আচরণের ক্ষোভে যুবকটি আত্মহত্যা করেছে। ২৪ বছর বয়সী যুবটির নাম রবার্ট ফুলার।

রবার্ট ফুলারের আত্মহত্যা প্রমাণ করছে যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে ফ্লয়েডের মৃত্যুর উত্তেজনা কতোটা চরমে পৌঁছেছে।

লস অ্যাঞ্জেলেস রাজ্য শেরিফ বিভাগ (এলএএসডি) ফুলারের মৃত্যুর বিষয়টি তদন্ত করছে। তারা জানিয়েছে, রবার্টকে বুধবার লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৩০ মাইল উত্তরে, পামডালে সিটির এক গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রথমে এক পথচারী তাকে এ অবস্থায় দেখেন।

ক্যাপ্টেন রন শাফার শুক্রবার একটি টেলিভিশন সম্প্রচারে বলেন, ফুলার 'আত্মহত্যা করে মারা গেছেন'।

তবে তার এই মন্তব্যে দর্শকের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাদের দাবি 'সত্য কথা বলুন' ও সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত তারা শান্ত হবে না বলেও জানিয়েছে। তাদের দাবি এলএসডি কেন এটিকে আত্মহত্যা বলছে! যেখানে রবার্টের ময়নাতদন্তের পর বলা হয়েছে 'অতিরিক্ত তদন্ত স্থগিত রয়েছে'।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টুইটারে হ্যাশট্যাগ জাস্টিস ফর রবার্ট ফুলার লিখে এই ঘটনার সঠিক তদন্তের আহ্বান জানিয়েছে।

পামডেল সিটি ম্যানেজার জেজে মারফি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, তিনি নিশ্চিত ফুলারের মৃত্যু আত্মহত্যা হয়েছে। এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।

তবে তিনি বলেন, করোনাভাইরাস মহামারি চলাকালীন সম্প্রদায়ের অনেকেই 'চরম মানসিক যন্ত্রণায় ভুগছেন'।

সূত্র : ইয়েনি শাফাক


আরো সংবাদ



premium cement

সকল