২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নেভাদা অঙ্গরাজ্যেও এগিয়ে গেলেন বার্নি স্যান্ডার্স

বার্নি স্যান্ডার্স - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্র্যাট দলের প্রার্থী হওয়ার দৌড়ে আরেকধাপ এগিয়ে গেলেন বার্নি স্যান্ডার্স। শনিবার নেভাদা অঙ্গরাজ্যে দলের অভ্যন্তরীণ ভোটাভুটিতে তিনি বিজয়ী হয়েছেন।

শতকরা ২২ ভাগ ভোট গণনার ফলে দেখা গেছে, তিনি শতকরা ৪৭ ভাগ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পেয়েছেন শতকরা ২৩ ভাগ ভোট। এছাড়া, এতে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ড শহরের সাবেক মেয়র পিট বুটেজ তৃতীয় অবস্থানে রয়েছেন।

নেভাদা’র আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাট পার্টির অভ্যন্তরীণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। আইওয়া অঙ্গরাজ্যে পিট বুটেজ প্রথম ও স্যান্ডার্স দ্বিতীয় স্থান লাভ করেন। অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারে বার্নি স্যান্ডার্স বিজয়ী এবং বুটেজ দ্বিতীয় হন।

এতদিন ধরে আলোচনার শীর্ষে থাকা জো বাইডেন ওই দুই নির্বাচনে তৃতীয় স্থান লাভ করার কারণে দৌড়ে টিকে থাকার জন্য তার নেভাদা অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য ভোট পাওয়া জরুরি ছিল। এবার তিনি বিজয়ী হতে না পারলেও দ্বিতীয় অবস্থানে উন্নীত হয়েছেন।

আগামী নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ঐতিহ্য অনুযায়ী রিপাবলিকান দল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই প্রার্থী হিসেবে মনোনয়ক দেবে বলে মনে করা হচ্ছে।

ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ে আগামী শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে ভোটাভুটি হবে। এরপর আগামী ৩ ও ১৩ মার্চ একযোগে যুক্তরাষ্ট্রের ১৪টি প্রদেশে ডেমোক্র্যাট দলে আন্তঃভোটাভুটি অনুষ্ঠিত হবে। ওইসব ভোটে ডেমোক্র্যাট দলের চূড়ান্ত প্রার্থীর নাম স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

এ পর্যন্ত দৌড়ে এগিয়ে থাকা বার্নি স্যান্ডার্স এরইমধ্যে নিজের যে পররাষ্ট্রনীতি ঘোষণা করেছেন তাতে মধ্যপ্রাচ্য ইস্যু বিশেষভাবে গুরুত্ব পাবে। এ ক্ষেত্রে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনর্বহালের পাশাপাশি একে ভিত্তি ধরে আরও এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। পার্সটুডে।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ

সকল