১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে সমর্থন দেবে তুরস্ক

আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে সমর্থন দেবে তুরস্ক - ছবি : এএফপি

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে আইনি সমর্থন দেবে তুরস্ক। বুধবার (১ মে) পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক টেলিভিশন ভাষণে এমন ঘোষণা দেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক চলমান গাজা যুদ্ধে চিন্তাভাবনা করেই ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় তারা আইসিজেতেও আইনি মামলায় অংশ নেবে। সেজন্য তুর্কি আইন বিশেষজ্ঞরা অধ্যয়ন করছেন কিভাবে সেখানে অংশগ্রহণ করা যায়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান কর্মকর্তাদের পরিকল্পনা অনুমোদন করেছেন যোগ করে ফিদান বলেন, তাই তুরস্ক আইসিজেতে ইসরাইলের বিরুদ্ধে করা দক্ষিণ আফ্রিকার মামলাটিকে আইনিভাবে সমর্থন দেবে। শিগগিরই আদালতে আমাদের পক্ষ থেকে আবেদন করা হবে।

তুরস্ক এই পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মামলাটিকে শক্তিশালী করার চিন্তা করছে। নিকারাগুয়া এবং কলম্বিয়াও এর আগে পৃথক আবেদনের মাধ্যমে একই মামলায় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে। কিন্তু আদালত তাদের অনুরোধের বিষয়ে এখনো রায় দেয়নি।

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement