ইসরাইলে ইরানি হামলার জন্য নেতানিয়াহুকে দায়ী করলেন এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ এপ্রিল ২০২৪, ২২:৫৫
ইসরাইলে ইরানি হামলার জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান।
বুধবার (১৭ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এরদোগান বলেছেন, ‘গত ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল, তার জন্য প্রধান দায়ী হলেন নেতানিয়াহু এবং তার নিষ্ঠুর প্রশাসন।’
তিনি আরো বলেন, ‘ইসরাইল একটি আঞ্চলিক সঙ্ঘাত উস্কে দেয়ার চেষ্টা করছে। দামেস্কে ইরানের দূতাবাসে তাদের হামলা ছিল ওই প্রক্রিয়ার শেষ ড্রপ।’
উল্লেখ্য, গত রোববার রাতে ইরান দামেস্কে ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরাইলে কয়েক শ’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। তেল আবিবের হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পোরেশন (আইআরজিসি) এর সাত সদস্য নিহত হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা