১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাগধারার প্রচলিত ও রম্যরূপ

-

১. বাগধারা : প্রচলিত শব্দ বা শব্দগুচ্ছের দ্বারা বিশেষ কোনো অর্থ বোঝানো।
হরিণধরা : প্রেমবাজ, যেসব পুরুষ-মহিলা খুব সহজে কাউকে পটিয়ে প্রেম-ভালোবাসার সরোবরে ডুব দিতে পারে। ফেসবুক-মেসেঞ্জার হরিণধরার ভালো মাঠ।

২. ভাদাইম্মা : যে কাজ না করে এমনি এমনি ঘুরে বেড়াই। এরা মেধাবী না স্বল্প বুদ্ধির হয়।
বাদাইম্মা : শৌখিন প্রকৃতির, যে বাদাম খেতে খেয়ে কাজ বা প্রেম করতে পছন্দ করে।

৩. বোহেমিয়ান : এলোমেলো, ছন্নছাড়া প্রকৃতির লোক। তবে এরা মেধাবী হয়।
বৈমানিকিয়ান : ত্বরিতব্যক্তি যে অকাজ বা উল্টাপাল্টা কাজে বিমানের গতিতে করে ফেলতে পারে।

৪. ধামাধরা: তোষামোদে, মোসাহেব, চাটুকারিতা। এই ধরনের ব্যক্তি তেলবাজি করে নিজেদের স্বার্থ উদ্ধার করে।
কুলাধরা : নির্লজ্জ স্বার্থান্বেষী ব্যক্তি যারা অন্যের কাছে সাহায্য প্রত্যাশা করে।

৫. ননীর পুতুল : আলস্য, কর্মবিমুখ, আদরের সন্তান যারা পরিশ্রম না করেই সুযোগ-সুবিধা ভোগ করে।
নানীর পুতুল : নাতি-নাতনী। যাদের সব অপরাধ নানা-নানীর কাছে ক্ষমাযোগ্য।

৬. আলালের ঘরের দুলাল : ধনী বা বড়লোকের সন্তান। অতি আদুরে যারা চাইতেই সব কিছু পেয়ে যায়।
করিমের ঘরের করিমা : নি¤œমধ্যবিত্ত ঘরের সন্তান, যার কপালে আদর খুব কম জোটে। যারা চাইতেই কোনো কিছু পায় না।

৭. আমড়া কাঠের ঢেঁকি : অপদার্থ, অকর্মণ্য। যারা কাজ করতে গিয়ে অকাজ করে ফেলে।
বাবলা কাঠের ঢেঁকি : পদার্থ, কর্মঠ ব্যক্তি যাদের দিয়ে বস্তুত ও কার্যত ভালো কিছু হয়।

৮. আটকপালে : হতভাগা যার ভাগ্যের চাকা ঘুরেও ঘোরে না।
দশকপালে : অত্যন্ত ভালো ভাগ্য যার। এমন ব্যক্তির ভাগ্যের চাকা সুপারসনিক বিমানের মতো দ্রুত ঘুরে।

৯. অপদার্থ : যাকে দিয়ে কিচ্ছু হয় না, একেবারে আমড়া কাঠের ঢেঁকি।
পদার্থ : যাকে দিয়ে বস্তুত ও কার্যত কিছু হয় সে পদার্থ। অর্থাৎ বাবলা কাঠের ঢেঁকি।

১০. ভূশুণ্ডির কাক : দীর্ঘজীবী ব্যক্তি, বিষয়বুদ্ধি-কুশল ব্যক্তি। এমন ব্যক্তি প্রয়োজনে ও পরিস্থিতি বুঝে নিজের কর্মকাণ্ড সম্পাদন করতে পারে।
ইডিয়ট কাক : অল্পতেই মারা যায় এবং পরকীয়াপ্রিয়। এরা সাধারণত কাকের কোকিলের বাসায় ডিম পাড়ার মতো অন্যের বাসায় বাচ্চা পাড়ে। যে মরার আগে অনেকবার মরে। হ

 

 


আরো সংবাদ



premium cement
এভারেস্ট জয় করলেন বাবর আলী বায়ুদূষণে আজ দ্বিতীয় ঢাকা অপরাজেয় থেকেই বুন্দেসলিগার শিরোপা বুঝে নিল লেভারকুসেন যুদ্ধের সময় নিখোঁজ হাজার হাজার মানুষের ভাগ্য সম্পর্কে শ্রীলঙ্কাকে স্পষ্ট জানাতে হবে : জাতিসঙ্ঘ অনুমোদন ছাড়া কিভাবে ইলেক্ট্রোলাইট ড্রিংকস বিক্রি করছিল কোম্পানিগুলো সরকারি কেন্দ্রে কৃষকেরা ধান বেচতে পারে না, লাভ খাচ্ছে দালালরা গরুর নাম উড়াল সড়ক, ওজন ৩৫ মণ ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে! বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম

সকল