২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা গল্প : মংড়–র পথে

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘গল্প : মংড়–র পথে’ থেকে আরো ১টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
‘তাকে আগে কখনো দেখা যায়নি এখানে। লাল রঙের গাড়িতে চড়ে আসা মানুষটি স্থানীয় লোকের চেয়ে বেশ লম্বা, ফর্সা এবং বেশ এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড়। উঁকি মেরে জানতে পারলাম, উনি বিদেশী। বাংলাদেশের গ্রাম দেখার জন্যে এসেছেন।’
৩৬। উদ্দীপকের কোন দিকটি ‘মংড়–র পথে’ ভ্রমণ কাহিনীর সাথে সাদৃশ্যপূর্ণ?
ক) বিদেশকে দেখার আগ্রহ
খ) নতুন স্থান দেখার কৌতূহল
গ) চেহারার বিভিন্নতা ভিড় সৃষ্টি করে না
ঘ) হৃদয়ে অচেনা আবেগ সৃষ্টি
উত্তর : ৩৬. ক।

 


আরো সংবাদ



premium cement