১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, অল্পের জন্য বেঁচে গেলেন ২৫ যাত্রী

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, অল্পের জন্য বেঁচে গেলেন ২৫ যাত্রী - ছবি : ইউএনবি

সিলেটের দক্ষিণ সুরমায় ২৫ হন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছে। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন ২৫ যাত্রী।

সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

৭ এপিবিএনের মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাবেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

৭ এপিবিএনের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। এপিবিএনের কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে সব যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।

এসআই আরো বলেন, এ ঘটনায় কেউই বড় ধরনের আঘাত পাননি, সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গিয়েছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল