সিলেটে ৭ নদ-নদীর মধ্যে সুরমা ও কুশিয়ারার ৪ পয়েন্টে বন্যার পানি বিপদ সীমার উপরে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুলাই ২০২৪, ০০:১৫
সিলেটে নদ-নদীর পানি কমলেও আভ্যন্তরীণ সাতটি নদ-নদীর মধ্যে সুরমা ও কুশিয়ারার চারটি পয়েন্টে বন্যার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ৪দিন বৃষ্টিপাত কম থাকায় জেলায় সার্বিক বন্যা পরিস্হিতি কিছুটা উন্নত হয়েছে, তবে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড সিলেটের দেওয়া তথ্য মতে, সিলেটের আভ্যন্তরীণ ৭টি নদ-নদীর ১১টি পয়েন্টের মধ্যে শুধুমাত্র সুরমা ও কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টের পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৬২ সেন্টিমটার উপরে রয়েছে,যা আগেরদিন ছিলো ৬৪ সেন্টিমিটার। কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে ১০০ সেন্টিমটার,যা আগেরদিন ছিলো ১৩০ সেন্টিমটার উপরে।এ নদীর শেওলা পয়েন্টে ২৪ সেন্টিমটার উপরে,যা আগেরদিন ছিলো ৩৮ সে.মি ।কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টের পানি বিপদসীমার ৯৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,যা আগেরদিন ছিলো ১০১ সে.মি উপরে। একই নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫ মিটারে অবস্হান করছে, যাহা বিপদসীমার সমান লেভেলে রয়েছে,এটি আগেরদিন ছিলো বিপদসীমার ০৪ সে.মি উপরে। এছাড়া সুরমা নদী সিলেট পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার নীচে রয়েছে। জেলার লোভাছড়া নদী,সারিনদী,জাফলং (ডাউকি নদী),সারি গোয়াইন নদী,ধলাইনদীর পানির সবগুলো পয়েন্টে বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহি হচ্ছে।
শনিবার বিকাল পর্যন্ত গত ৪ দিন উজান থেকে নামা পাহাড়ি ঢলের মাত্রা অনেক কমেছে বলে স্হানীয় বিভিন্ন সুত্র জানিয়েছে। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা