১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোয়ারাবাজারে নৌকাডুবি : ১ জনের লাশ উদ্ধার

জোৎসনা বেগম - ছবি - নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে খেয়া পারাপারের সময় নৌকাডুবে মা-মেয়েসহ তিনজন নিখোঁজের ঘটনার প্রায় ৬০ ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়রাবাজার থানার ওসি বদরুল হাসান।

বৃহস্পতিবার রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনারপার গ্রামের উদনার চর এলাকায় জোৎস্না বেগমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

জোৎস্না বেগম পশ্চিম দোয়ারা সদর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর গ্রামের আইন উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ভোজনা গ্রামের উদনার চরে জোৎস্না বেগমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি থানার ওসিকে জানান।

ওসি বদরুল হাসান বলেন, ‘স্থানীয়রা লাশ ভেসে ওঠার খবর দিলে নৌপুলিশকে বিষয়টি জানানো হয়। তারা লাশটি উদ্ধার করে।’

এদিকে নিখোঁজ বাকি দু’জন নিহতের মেয়ে হাবিবা আক্তার (ময়না) ও গোলজান বেগমের সন্ধান এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে দোয়রাবাজার সুরমা নদীতে দোয়ারাবাজার সদর-মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়া পারাপারের সময় নৌকাডুবির এই ঘটনা ঘটে।


আরো সংবাদ



premium cement