১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

বিয়ানীবাজার পৌরসভার বাজেট ঘোষণা - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৬২ কোটি ৫৫ লাখ পাঁচ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পৌরসভার মেয়র ফারুকুল হক এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট ব্যায় ধরা হয়েছে ৬২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা। বাজেটের সার্বিক উদ্বৃত্ত ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ কোটি ৮৫ লাখ পাঁচ হাজার টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৫৮ লাখ টাকা। এ বাজেটে উন্নয়ন খাতে জলবায়ু প্রকল্প তিন কোটি, আইইউআইডিপি প্রকল্প ১১ কোটি ৩৫ লাখ টাকা, কোভিড ১৯ প্রকল্প দুই কোটি টাকা উন্নয়ন খাতে খরচ করার আশা করা হয়েছে।

পৌর মেয়র ফারুকুল হকের সভাপতিত্বে বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। পৌর কর্মকর্তা আবিদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মো: খসরুল হক, বিয়ানীবাজার উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমীন নাহার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক কবির আহমদসহ আরো অনেকে।

পৌরবাসীর জীবন মান উন্নয়নে যোগাযোগ, ড্রেনেজ উন্নয়ন ও বর্ধিতকরণ, জলাবদ্ধতা, ও যানজট নিরসন, মশক নিধনসহ অবকাঠামোন উন্নয়ন করার কথা জানিয়ে পৌর মেয়র বলেন, পৌরসভার কাঙ্খিত উন্নয়ন করতে আমরা দায়িত্বগ্রহণের পর থেকে কাজ করছি।

পৌরসভার ইমাম আব্দুশ শুকুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বাজেট অধিবেশন শুরু হয়। বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, বিশিষ্টজন ও পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।


আরো সংবাদ



premium cement
খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘শেখ হাসিনা আবার আসবে’ ঘূর্ণিঝড় চিডোর কারণে ফ্রান্সের মায়োটে সর্বোচ্চ সতর্কতা জারি ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে

সকল