১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওসমানীনগরে বাস-কারের সংঘর্ষে নিহত ১

দুমড়ে মুচড়ে যাওয়া প্রাইভেটকার - ছবি : নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারচালক মোহাম্মদ আলী (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়েছে।

মো: আলী শরিয়তপুর জেলার ডামুইড্ডা ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। আহতের নাম রামিম আহমদ (৩২)। ঢাকার বাড্ডার বাসিন্দা গুরুতর আহত রামিম আহমদের ডান হাত ও বাম পা ভেঙে গেছে ।

বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৬টায় সিলেট-ঢাকা মহাসড়কের আহমদনগরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে ঢাকাগামী একটি বাসের সাথে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত ও অপর এক যাত্রী আহত হন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারের বডি কেটে নিহতের লাশ বের করেন। আহতকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডি্যোল কলেজ হাসপাতালে পাঠান।

সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইউনুছ বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।


আরো সংবাদ



premium cement