১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌলভীবাজারে পৃথক স্থান থেকে ২ শিশুর লাশ উদ্ধার

মৌলভীবাজারে পৃথক স্থান থেকে ২ শিশুর লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজার থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পৃথক দুই নদী থেকে দু'দিন নিখোঁজ থাকার পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার বরাক নদী থেকে শিশু আজিজুল ইসলামের (৬) লাশ উদ্ধার করে ডুবুরি দল। আজিজুল খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের মুহিবুর রহমানোর ছেলে। এর আগে মনু নদী থেকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মো: রিমন শেখের (১২) লাশ নিখোঁজের ৪৩ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ।

জানা যায়, বরাক নদীতে সাকু পাড় হতে গিয়ে পড়ে যায় আজিজুল। তখন স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ডুবুরিয়া দল এসে উদ্ধার কাজ চালালে দুপুরের দিকে তার লাশটি উদ্ধার করা হয়। আজিজুলের ফুফাত ভাই জাবেদ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সকালে স্থানীয় এলাকাবাসী কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

লিমন শেখ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো: মনির শেখের ছেলে। তারা দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয় প্রকল্পে বসবাস করে আসছে। গত শনিবার ২২ জুন দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নামে লিমন শেখ এর পর থেকে নিখোঁজ ছিল।

মৌলভীবাজার মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, দুই লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement