১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিয়ানীবাজার-গোলাপগঞ্জে বন্যাদুর্গতদের পাশে জামায়াত নেতা সেলিম উদ্দিন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন - ছবি : নয়া দিগন্ত

সিলেটের বিয়ানীবাজার ও গোলাগঞ্জে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন। এ সময় বন্যাদুর্গতদের খোঁজ-খবর নেয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণসহ তাদের প্রতি সহমর্মিতা জানান তিনি।

শুক্রবার ও আজ শনিবার দিনভর বিয়ানীবাজার পৌরসভা, লাউতা, মুড়িয়া, কুড়ারবাজার, চারখাই, দুবাগ, শেওলা ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে তিনি অংশ নেন।

এ সময় সেলিম উদ্দিন বলেন, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাসহ পুরো সিলেট ও সুনামগঞ্জ বন্যার পানিতে ভাসছে। চারিদিকে বন্যার্ত মানুষের আর্তনাদ। এই কঠিন বালা-মুসিবত থেকে রক্ষার জন্য বেশি বেশি আল্লাহর দরবারে মিনতি জানাতে হবে। মজলুম সংগঠন জামায়াতে ইসলামী বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।

উজান থেকে ভারতীয় ঢল এবং অতিবৃষ্টির কারণে সৃষ্ট অকাল বন্যার জন্য ভারতের অবৈধ বাঁধ নির্মাণকে দায়ী করে তিনি আরো বলেন, আমাদের নদনদী খাল পুকুর হাওর ভরাট হচ্ছে এগুলো জন্য পরিবেশ বিপর্যয় ডেকে আনছে, এজন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

সেলিম উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে জামায়াত মানবতার কল্যাণে কাজ করে আসছে। বর্তমান দুর্যোগেও জামায়াত বন্যাদুর্গতদের পাশে রয়েছে। জামায়াত মানবতার কল্যাণে কাজ করায় আমাদেরকে ঘরে বসতে দেয়া হয় না, মানুষের সাথে মেশার সুযোগ দেয়া হয় না, জেল-জুলুম নিপীড়ন নির্যাতন এবং ফাঁসিতে ঝুলানো হয়। সীমাহীন জুলুম অত্যাচার ও কোনো ষড়যন্ত্রই মানবতার কল্যাণে কাজ করা থেকে আমাদের বিরত রাখা যাবে না। শত প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যাদুর্গতদের পাশে সাধ্যমতো সহযোগিতার হাত প্রসারিত করেছে। সামর্থ্য অনুযায়ী বিত্তবানদের বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন, সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম, পৌর আমির মাওলানা জমির হোসাইন, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, পৌর সভাপতি আশিকুর রহমান হেলাল, শফি আহমদ মুন্না সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
লক্ষ্মীপুরে যুবলীগের ২ নেতা গ্রেফতার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ নাতনিকে অপহরণে বাধা দেয়ায় নানিকে হত্যার অভিযোগ, আহত ২ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ সাংবাদিককে হত্যা

সকল