১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌলভীবাজারে বানের পানিতে ডুবে শিশু-কিশোর ২ জনের মৃত্যু

- ছবি : প্রতীকী

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে মনু নদীর বানের পানিতে ডুবে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পিতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পশ্চিম শ্যামেরকোনা গ্রামের জমির মিয়ার ছেলে হৃদয় (১৫) ও পছন মিয়ার ছেলে ছাইম (১০)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাইম ও তার এক বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময় মনু নদীর বন্যার পানিতে পড়ে যান। নদীতে প্রবল স্রোত থাকায় মুহূর্তে ভেসে যান তারা। এ সময় তাদের বাচাঁনোর জন্য এগিয়ে যান নিহত হৃদয়। সে একজনকে উদ্ধার করে। কিন্তু দ্বিতীয় জন ছাইমকে উদ্ধার করতে গিয়ে হৃদয় নিজেই ডুবে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী বলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার জেলা প্রসাশনের পক্ষ থেকে দু’জনের পরিবারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। আমরা চেষ্টা করছি দুর্গত মানুষদের উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে।


আরো সংবাদ



premium cement