জৈন্তাপুরে ১১ ট্রাক ভারতীয় চিনি জব্দ
- জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
- ১৫ জুন ২০২৪, ২১:৫৪
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১১টি ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানা থেকে মাত্র ৪ শত গজ উত্তর-পশ্চিম অংশে অবস্থিত সিলেট-তামাবিল জাফলং মহাসড়কের নিজপাট ঘিলাতৈল এলাকা থেকে ১১ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ করে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধীনস্থ রাজবাড়ি ক্যাম্পের জওয়ানরা।
চিনি জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো: আসাদুন্নবী।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা চিনির চালান জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন ঘিলাতৈল গ্রামের রাস্তা থেকে প্রথম অভিযানেই ১১ ট্রাক চোরাই চিনি জব্দ করে বিজিবি। বিজিবির উপস্থিত টের পেয়ে ট্রাক রেখে চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়। সিলেটে চোরাই চিনির ধরতে মাঠপর্যায়ে বিজিবির এটাই প্রথম অভিযান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ১১ ট্রাকে কি পরিমাণ চিনির বস্তা রয়েছে তা জানা সম্ভব হয় নাই।
এদিকে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক (তদন্ত) আল-আমিন জানিয়েছেন, চিনি আটকের বিষয়ে বিজিবি পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আটক ভারতীয় চিনি বুঝাই ১১ ট্রাক গুলো জৈন্তাপুর রাজবাড়ি বিজিবি ক্যাম্পের অভ্যন্তরে রাখা হয়েছে। সীমান্তে বিজিবি এবং পুলিশের অভিযানের মধ্যেও সম্প্রতি সময়ে জৈন্তাপুর সীমান্তের নলজুড়ি থেকে লালাখাল সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় চিনি, গরু-মহিষ, হাসপাতালের বিভিন্ন সরঞ্জামসহ নানা পণ্য বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ অব্যাহত রয়েছে। আর তা সব নিয়ন্ত্রণ করছে হরিপুর বাজারের ব্যবসায়ীরা। সিলেট জেলার ভারতীয় চোরাকারবারিদের নিয়ন্ত্রণ করছে হরিপুর বাজার সিন্ডিকেট। এই বাজার তাদের প্রদান আস্থানা। সিলেট তামাবিল মহাসড়কের করিচর ব্রিজ এলাকায় প্রকাশে দিবালোকে ভারতীয় বিভিন্ন পণ্য লোড-আনলোড হয়, কিন্তু পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রদক্ষেপ নেয়নি। জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ওপর শ্যামপুর, লামা শ্রামপুর, হাউদপাড়া ও হরিপুরে চোরাকারবারিদের সংখ্যা বেশি।
এর আগে ৬ জুন সিলেটে পুলিশের অভিযানে অবৈধ পথে ভারত থেকে আনা ১৪টি ট্রাকভর্তি চিনির চালান জব্দ করা হয়েছিল। তখন কাউকে আটক করতে না পারলেও চিনি চোরাচালানের পথপ্রদর্শকদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করেছিল পুলিশ।
৮ জুন সীমান্ত উপজেলা বিয়ানীবাজারে জব্দকৃত ভারতীয় চিনি সরকারি নিলাম ডাক থেকে কিনে নেন এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর ২৪ লাখ টাকার চিনি লুটের ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকার অভিযোগ উঠে। এ ঘটনায় গ্রেফতার হয় পাঁচ ছাত্রলীগ কর্মী। ফলশ্রুতিতে ১৪ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিয়ানীবাজার পৌর ও উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা