১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিলেটে বাসের সাথে সংঘর্ষে লেগুনার ২ যাত্রী নিহত

সিলেটে বাসের সাথে সংঘর্ষে লেগুনার ২ যাত্রী নিহত -

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাসের সাথে সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো আটজন যাত্রী।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শ্যামনগর কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের শিব্বির আহমদ (৪২) ও শাহিন মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে তুমুল বৃষ্টি হচ্ছিল। সকাল ৭টার দিকে ঢাকা থেকে সুনামগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিশ্বনাথের শ্যামনগর কাজীবাড়ি এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও লেগুনার ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিব্বির আহমদ ও শাহিন মিয়ার মৃত্যু হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। হতাহতদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে বাস ও লেগুনা জব্দ করেছে পুলিশ। আইনি কার্যক্রম শেষ করে নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।


আরো সংবাদ



premium cement