১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোয়ারাবাজারে ভারত থেকে নেমে আসা ঢলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

দোয়ারাবাজারে ভারত থেকে নেমে আসা ঢলে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন - ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ও চলাচলের রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে চার ইউনিয়নের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে ছোট-বড় সকল ধরনের পরিবহন চলাচল।

শনিবার (১ জুন) সকালে উপজেলা সদরে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের বেড়িবাঁধ ও পাঁকা রাস্তা ভেঙে গিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ থাকায় তার সামনে একটি বেড়িবাঁধ দেয়া হয়। ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি দিনদিন ঝুঁকিতে পরতে থাকে। এতে শনিবার সকালে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রথমে বেড়িবাঁধ ভাঙে, পরে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি ও ভেঙে যায়। এতে পরিবহন চলাচল অনুপযোগী হওয়ায় উপজেলা সদরের সাথে সুরমা, লক্ষিপুর, বোগলাবাজার ইউনিয়নে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি উপজেলা সদরসহ আশাপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যেতে পারছে না। শিক্ষার্থীরা না আসায় শনিবার কলেজে পাঠদান বন্ধ রাখা হয়।

স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, দোয়ারাবাজার সদর থেকে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হয়ে রাস্তাটি উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তা দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। শনিবার সকালে হঠাৎ ভারত থেকে নেমে আসা ঢলে রাস্তাটি ভেঙে যায়। এতে এলাকাবাসীর চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ও স্কুল কলেজে যেতে পারছে না।

দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ এস এম নাইম জানান, ঢলের কারণে রাস্তা ভেঙে যাওয়ায় কলেজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এতে শিক্ষার্থীরা আসতে না পারায় শনিবার পাঠদান বন্ধ ছিল। তিনি দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার অনুরোধ জানান।

উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, সড়কটি আমরা পরিদর্শন করে এসেছি। খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থার উপযোগী করা হবে।


আরো সংবাদ



premium cement