১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মৌলভীবাজারে প্রিজাইডিংসহ ২ জন গ্রেফতার

মৌলভীবাজারে প্রিজাইডিংসহ ২ জন গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের রাজনগর ৭ নম্বর কামারচাক ইউনিয়নের ৫৯ নম্বর পঞ্চানন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে মামলা হলো চারজনের বিরোদ্ধে। গ্রেফতার হলেন দু’জন।

বুধবার (২২ মে) রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সুপ্রভাত চাকমা এ মামলাটি করেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত রাজনগর উপজেলা নির্বাচন চলাকালিন সময়ে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিংসহ চারজনের বিরোদ্ধে মামলা হয়েছে। দু’জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন, আকাশ দাস ও জাকির হোসেন।

অভিযুক্তদের বিরোদ্ধে বে-আইনিভাবে বহিরাগতদের ভোট দানে সহযোগিতা। দায়িত্ব পালনে অবহেলা নির্বাচনে অন্যায় প্রভাব প্রয়োগ করার অভিযোগ রয়েছে।

অভিযুক্তরা হলেন প্রিজাইডিং অফিসার আকাশ দাস, সহকারী প্রিজাইডিং অফিসার মো: জাকির হোসেন, পোলিং জাকির আহমদ ও আছমা বেগম।

রাজনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মির্জা মাযহারুল আনোয়োর বলেন, উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে একটি মামলা করা হয়েছে। আটক দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার বাদি সুপ্রভাত চাকমার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement