১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জৈন্তাপুরে লিয়াকত আলীসহ ৩ নতুন মুখ

জৈন্তাপুরে লিয়াকত আলীসহ ৩ নতুন মুখ - ছবি : নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।

মঙ্গলবার (২১ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪৬টি কেন্দ্রের মধ্যে দুই চারটি কেন্দ্রে সমর্থকদেও মধ্যে কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি এর আগে একবার ভাইস চেয়ারম্যান ও দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নৌকার প্রতিক নিয়ে ঘোড়া মার্কার প্রার্থী কামাল আহমদের সাথে পরাজিত হন।

এই ভোটে লিয়াকত আলী (আনারস) প্রতিকে ৩৭ হাজার পাঁচটি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু (কাপ পিরিচ) প্রতিকে ২৩ হাজার ৯৫৬ ভোট পেয়ে পরাজিত হন। লিয়াকত আলী প্রথমবারের মতো জৈন্তাপুর উপজেলা পরিষদের দায়িত্ব পেলেন।

এদিকে প্রথম বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) প্রতিকে ২৩ হাজার ৮৮৬ ভোটপেয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কবির আহমদ (চশমা) প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ১৪২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুনারা বেগম (কলস) প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৮৩২ ভোট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন আক্তার (ফুটবল) প্রতিকে পেয়েছেন ১৫ হাজার ৭৪২ ভোট।

উল্লেখ্য, জৈন্তাপুর উপজেলায় এক লাখ ৩৪ হাজার ৬১১ জন ভোটার। যাদের মধ্যে ৬৪ হাজর ৬৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটর্নিং কর্মকর্তা উম্মে শালিক বুশরা নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন।


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল