১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জৈন্তাপুরে নিরুত্তাপ ভোটগ্রহণ, সামান্য উপস্থিতি

- ছবি : নয়া দিগন্ত

জৈন্তাপুর উপজেলায় দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তবে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রগুলোতে দুই ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। কোনো কোনো কেন্দ্র যেন ভোটারশূন্য।

সরেজমিনে সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার তেলীজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, ওই ভোটকেন্দ্র শুধু একজন আনসার সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা বসে আছেন। কোনো ভোটার নেই। ভোটারদের আনাগোনা একেবারই কম রয়েছে উপজেলার মাওলানা আব্দুল লতিফ-জুলেখা গার্লস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এছাড়া অন্যান্য কেন্দ্রও একই অবস্থা।

ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে কথা হলে তারা জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ও কেন্দ্রগুলোর দূরত্ব বেশি হওয়ায় ভোটার উপস্থিত কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন।’

এ দিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।

জানা গেছে, জৈন্তাপুর উপজেলায় এক লাখ ৩৪ হাজার ৬১১ জন ভোটার। যাদের মধ্যে ৬৪ হাজর ৬৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। এ উপজেলায় ৪৬টি ভোট কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ৩১১ ও পোলিং অফিসার ৬২২ জন নির্বাচনী দায়িত্ব পালন করবেন।


আরো সংবাদ



premium cement
টানা ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার

সকল