জৈন্তাপুরে বজ্রপাতে ফুটবল খেলোয়াড়ের মৃত্যু
- জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
- ১৫ মে ২০২৪, ২২:১৫
সিলেটের জৈন্তাপুর মেঘ বৃষ্টি ছাড়াই আকম্মিক বজ্রপাতে সবুজ আহমদ (২২) নামে এক ফুটবল খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নিজপাট গুয়াবাড়ি ফুটবল মাঠে মেঘ বৃষ্টি ছাড়াই আকম্মিক বজ্রপাতে এ ঘটনা ঘটে।
সবুজ আহমেদ জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী গ্রামের সগির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী মাঠে ফুটবল খেলায় অংশ গ্রহণ করতে ৪ নম্বর বাংলাবাজার টিমের সাথে মাঠে নেমেছিল সবুজ। খেলোয়াড় ও অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে মেঘবিহীন আকাশে হঠাৎ তীব্র বজ্রপাত হলে তাৎক্ষণিক ভাবে মাটিতে লুটিয়ে পড়ে সবুজ। বজ্রপাতের কারণে তার শরীরের নাভীর নিচের অংশে খেলার জার্সি পুড়ে যায়। বাকি সব খেলোয়াড় ও কলাকুশলীরা অক্ষত থাকেন। সহপাটিরা দ্রুত সবুজকে গুয়াবাড়ী মাঠ থেকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা