বানিয়াচংয়ে ত্রিপল মার্ডারের প্রধান হোতা বদি গ্রেফতার
- এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)
- ১১ মে ২০২৪, ১৮:৪৮
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড নিয়ে সংঘর্ষে তিনজন খুনের ঘটনার প্রধান হোতা বদরুল আলম ওরফে বদিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১১ মে) বিকেল ৫টায় বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে। এর আগে, বিকেল ৩টায় ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর থানার নুরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাকৃত বদি ওই গ্রামের হাজী হিরা মিয়ার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে ত্রিপল মার্ডারের ঘটনায় জড়িতদের গ্রেফতারে দিনরাত অভিযান চালায় পুলিশ। খুনের ঘটনায় বাদিরা চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকায় এখনো পর্যন্ত মামলা দায়ের করতে পারেননি। ফলে গ্রেফাতারকৃত ব্যক্তিকে ৫৪ ধারায় কোর্টে প্রেরণ করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ, সেকেন্ড অফিসার অমিতাভ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ( ৯ মে) দুপুরে বানিয়াচং উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামের সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদরুল আলম বদি ও সিএনজি চালক আব্দুল কাদিরের মধ্যে কথাকাটাকাটির জের ধরে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষীয় সংঘর্ষে জড়ায়। এ সময় গ্রামের শুক্কুর মিয়ার ছেলে আব্দুল কাদির, বজলু মিয়ার ছেলে সিরাজ মিয়া ও আলী রেজার ছেলে লিলু মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় সংবাদে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা