শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত
- মো: আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
- ০৫ মে ২০২৪, ১১:৪৫
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য মো: সবুর হোসেন (৪০) ট্রাকের চাপায় নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহ্জীবাজার স্টার সিরামিকস কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত সবুর হোসেন শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। তিনি চারুসিরামিকস কোম্পানির নিরাপত্তাপ্রহরীর ইনচার্জ ছিলেন।
জানা যায়, মো: সবুর হোসেন বাইসাইকেলে কর্মস্থলে যাতায়াত করতেন। প্রতিদিনের মতো তিনি ডিউটিতে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।