সিলেটে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ২২:৩০
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর গ্রামের টুকটিকির বাঁধের বিলে এ ঘটনা ঘটে।
নিহত রমজান মিয়া কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের মতি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাছ শিকার করতে হাওরে গিয়েছিলেন রমজান মিয়া। তখন কোনো এক সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, মাছ শিকারে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা হাওরে লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দিলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করি।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা