১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড

- ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত‍্যার দায়ে স্বামী ইকবাল মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুনামগঞ্জ আদালত।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে এই রায় দেন সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায়।

আসামী ইকবাল মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেগেরগাঁও গ্রামের রমজান আলীর ছেলে।

জানা যায়, ২০১৭ সালের ১৩ জুন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামস্থ ভোলাখালি নদীর দক্ষিণে জঙ্গল হতে মনোয়ারা বেগম নামের এক গৃহবধূর লাশ পাওয়া যায়। এই ঘটনায় নিহতের মা আমেনা খাতুন ১৭ জুন দোয়ারাবাজার থানায় একটি অজ্ঞাতনামা মামলা করেন। মামলার পর ছায়া তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে হত্যাকান্ডের সাথে স্বামী ইকবাল মিয়ার সম্পৃক্ততা পায় পুলিশ।

এর আগে ঘটনার চার বছর আগে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরনপাড়া গ্রামের ময়না মিয়ার মেয়ে মনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের উস্তেগেরগাঁও গ্রামের রমজান আলীর ছেলে ইকবাল মিয়ার। বিয়ের পর থেকে দাম্পত্য জীবন ভালো চললেও কোনো এক ঘটনায় জেলে যেতে হয় স্বামী ইকবাল মিয়াকে।

পুলিশ সূত্রে জানা যায়, জেল থেকে বের হয়ে পরকীয়া সন্দেহে স্ত্রী মনোয়ারা বেগমের সাথে দ্বন্দ্ব বাঁধে ইকবালের। স্ত্রী মনোয়ারা বেগমকে পরকীয়া সন্দেহে শ্বশুর বাড়ি এলাকার ভোলাখালি নদীর দক্ষিণ জঙ্গলে নিয়ে হত্যা করে গা-ঢাকা দেন ঘাতক স্বামী ইকবাল। এই ঘটনায় ইকবালকে আসামি করে ২০১৩ সালের ১৭ ডিসেম্বরে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: আল মামুন।

দীর্ঘ দিন এই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ৩০২ ধারা মোতাবেক দোষী সাব‍্যস্ত হলে ইকবাল মিয়ার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার দায়ে (আমৃত্যু) কারাদণ্ডের সাথে ১০ হাজার টাকা জরিমানার রায় প্রদান করেন সুনামগঞ্জের বিজ্ঞ বিচারীক আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঝলক রায়। এই রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সুহেল আহমদ ছইল বলেন, এই রায়ে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে।

তবে রায়ে অসন্তুষ জানিয়ে উচ্চ আদালতের আপিল করার কথা জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবী।


আরো সংবাদ



premium cement