সিলেটে রিকশাচালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল
- সিলেট ব্যুরো
- ২১ এপ্রিল ২০২৪, ১৯:৩৩
সিলেটে এক রিকশাচালকের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে হিটস্ট্রোকে মৃত্যুর কথা বললেও চিকিৎসকরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।
রোববার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো: আবু হানিফ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো: করম আলীর ছেলে। তিনি সিলেট শহরে অস্থায়ীভাবে বসবাস করে রিকশা চালাতেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, রোববার সকাল ১১টার দিকে আবু হানিফ মিয়া নামে ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, অজ্ঞান হয়ে পড়ে একজন রিকশা চালকের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক বলার তো সুযোগ নেই। যে তাপমাত্রায় হিটস্ট্রোক হওয়ার কথা, সিলেটে সে তাপমাত্রা নেই। তবুও হিটস্ট্রোকে মারা গিয়েছেন কি না তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা