১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাতকে সড়ক দুর্ঘটনা : আরো একজনের মৃত্যু

জাহাঙ্গীর আলম - ছবি - নয়া দিগন্ত

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা ব্রিজে বাস ও সিএনজির মুখামুখি সংঘর্ষে আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৩৫)।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে ঘটনাস্থলেই বাউল শিল্পী মতিউর রহমান (পাগল) হাসানসহ দু’জনের মৃত্যু হয়েছিল।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার কলারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও (শিমুলতলা) গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ছয়টায় সুরমা ব্রিজে বাস-সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা পাঁচজন যাত্রীর দু’জন ঘটনাস্থলে মারা যায়। বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তিন দিন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর জাহাঙ্গীর আলম মারা যান।


আরো সংবাদ



premium cement