২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে আহত শিশু সোনিয়ার মৃত্যু

দুর্ঘটনার দিন মৃত্যু হওয়া সোনিয়ার পরিবারের ৫ জন - ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টের একই পরিবারের পাঁচজনের মৃত্যুর পর আহত সোনিয়ারও (৮) মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর ওই পরিবারে আর কেউ বেঁচে রইল না।

বুধবার (২৭ মার্চ) ভোর রাত ৪টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার ভোরে বিদ্যুৎস্পৃষ্টে সোনিয়ার মা, বাবা ও তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

সোনিয়া উত্তর গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুয়েল উদ্দিন সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সোনিয়ার মামা আবদুল আজিজ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ সোনিয়াকে মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করেন। সেখানে পৌঁছানোর কিছু সময় পরই তার মৃত্যু হয়।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়।

এর আগে, মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বসতঘরের ওপর ঝড় ও বজ্রপাতে বিদ্যুতের তার ছিঁড়ে টিনের পুরো ঘরটি বিদ্যুতায়িত হয়। এতে ওই পরিবারের ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও সায়েম উদ্দিনের (৭) ঘটনাস্থলেই মৃত্যু হয়।


আরো সংবাদ



premium cement