বানিয়াচংয়ে ঝগড়া থামাতে গিয়ে শ্বশুরবাড়িতে জামাতা নিহত
- বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
- ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২
হবিগঞ্জের বানিয়াচংয়ে ঝগড়া থামাতে গিয়ে শ্বশুরবাড়িতে নিহত হয়েছেন নজরুল মিয়া (৩২) নামে এক জামাতা।
বুধবার বেলা ৩টার দিকে বানিয়াচং উপজেলার পানি উন্নয়ন বোর্ডের বাঁধ গ্রামে (আদর্শগ্রাম) ঘটনা ঘটে।
নিহত নজরুল আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের মরহুম মুনাফ উল্লার ছেলে।
জানা গেছে, বাঁধ গ্রামে ছালেক মিয়ার ছেলে আলঙ্গীর মিয়া (২৪) ও একই এলাকার কাশেম মিয়ার ছেলে মুসতাক মিয়া (২৮) তাদের শিশু-সন্তানদের ঝগড়া কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ঝগড়া থামাতে গিয়ে নজরুল মিয়া তাদের হাতে থাকা লাঠির আঘাতে মাথায় আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি অপরাধীকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।