১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


সুনামগঞ্জে বাড়ছে পানি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

সুনামগঞ্জে নদীতে বাড়ছে পানি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল - ছবি : নয়া দিগন্ত

কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারো বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। জেলা শহরের আশপাশে নিচু ঘরবাড়িতে পানি প্রবেশের খবর পাওয়া যাচ্ছে। জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল ও হাট-বাজারে পানি প্রবেশ করছে।

সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় বিদ্যালয়গুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বাড়ার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম বাড়ছে। গত কয়েক দিন ধরে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি নদীসহ জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জ পৌরসভার উত্তর আরপিন নগর, বড়পাড়া, সাহেববাড়ি ঘাট, পুরানপাড়ার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। এটি অব্যাহত থাকলে দ্বিতীয় দফা বন্যা হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার ছাতক, দোয়ারা, জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্ভপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লাসহ সব ক'টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। মঙ্গলবার ও সোমবার সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের তিনটি স্থানে বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে। এছাড়া হাওর ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়া অব্যাহত থাকায় অনেক এলাকার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে ওইসব এলাকার মানুষজনের ভোগান্তি চরমে পৌঁছেছে।

তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নবীন মিয়া বলেন, গত দুই দিনের বৃষ্টিপাতে হাওরসহ সবজায়গায় পানি বেড়েছে। বিদ্যালয়ে সবক্লাস রুমে হাটু পানি। শিক্ষার্থীরা পানির ভেতরে ক্লাস করতে পারবে না। তাই স্কুল খোলা রেখে শিক্ষকগণ শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠিয়েছি।

দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সমাজকর্মী ফারুখ আহম্মদ জানান, ওই এলাকায় খাসিয়ামারা নদীর পানি প্রবেশ করে বিভিন্ন এলাকা প্লাবিত করেছে।

পানির কারণে রাস্তাঘাট তলিয়ে গেছে। উপজেলার সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ইউনিয়নের নিচু এলাকা নোয়াগাঁওসহ বিভিন্ন গ্রামের মানুষের বাড়িতে পানি প্রবেশ করেছে। এই মুহূর্তে তাদের ত্রাণ সহায়তা প্রয়োজন। তাহিরপুরে পাহাড়ি ঢলের পানি ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে এই উপজেলার আনোয়াপুর বাজার এলাকার সড়ক প্লাবিত হয়েছে।

গত বন্যায় হাওর পানিতে ভরপুর থাকায় আজকে ঢলের পানি এসেই মানুষের ঘর-বাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও জেলার জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর, দিরাই-শাল্লার ন্মিাঞ্চলে পানি বাড়ছে বলে জানান স্থানীয়রা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জহুরুল ইসলাম মোবাইল ফোনে জানান, কয়েক দিন যাবৎ সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির পানি উজান থেকে নেমে আসায় সুনামগঞ্জের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল