২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

বিজিবির বাধায় সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ - প্রতীকী ছবি

মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা সীমান্তের বটুলী এলাকায় আন্তর্জাতিক নিয়ম না মেনে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা করায় বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দু’টি স্থানে শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে প্রায় ৭০০ মিটার জায়গা জুড়ে কয়েক দিন ধরে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কিন্তু বিজিবির হস্তক্ষেপে ওই কাজ বাধাগ্রস্ত হয়। এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে বৃহস্পতিবার ওই সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ সীমান্তে তাদের টহল জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, ফুলতলা সীমান্তের বটুলী এলাকার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগরের রাঘনা এলাকা অবস্থিত। রোববার বিএসএফ তাদের সীমান্তের ৭০০ মিটার জায়গায় শূন্য লাইন থেকে ১৫০ গজের ভেতরে ১৮২৪ এর ৭ এস পিলারের উভয় পাশে কাঁটাতারের বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারপর বিজিবির বাধায় বেড়া স্থাপনের কাজ বন্ধ করা হয়। তবে এখনো দু’দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।

বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি ও বিএসএফ সীমান্তে টহল জোরদার করেছে।

এদিকে বিএসএফ বেড়া স্থাপনের জন্য বিভিন্ন ধরনের মালামাল এনে মজুত করে রেখেছে।

বিজিবির ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো: শহীদুল ইসলাম জানান, আন্তর্জাতিক নিয়ম অনুসারে, শূন্য লাইন থেকে ১৫০ গজের বাইরে বেড়া স্থাপনের কথা।

কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতরে বেড়া স্থাপনের চেষ্টা চালায়। এ কারণে জরুরি ভাবে বিএসএফের কাছে আপত্তি জানানো হয়। এখনো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে দুই বাহিনীর উচ্চ পর্যায়ে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সীমান্তে টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনকে দ্রত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে পেন্টাগন ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান ক্ষমতায় যেতে বিএনপি বিদেশী প্রভুদের দাসত্ব করছে : কাদের ক্যান্সারে আক্রান্ত শিশু সুলতান মাহমুদকে বাঁচাতে সাহায্যের আবেদন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় নিহত ১৫ মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর

সকল