১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


শ্রীমঙ্গলে অজগর দম্পতির ৩০ ডিম

- ছবি : নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাঁচার ভিতর ৪র্থ বারের মতো বংশ বিস্তারের জন্য ৩০টি ডিম পেড়েছে একটি অজগর দম্পতি।

শনিবার রাতে শ্রীমঙ্গললস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খাঁচার ভিতর এ ডিম পাড়ে অজগর। ডিম পাড়ার পর শরীরের ফাঁক দিয়ে দুই/তিনটি ডিমের প্রায় পুরোটাই দেখা যাচ্ছিল।

অজগরটি মাঝে মধ্যে একটু নড়াচড়া করলে ধবধবে সাদা ডিমের কয়েকটা দেখা যায়। আবিকল রাজহাঁসের ডিমের মতো দেখতে অজগরের এ ডিমগুলো। নারী অজগরটি ডিমগুলোকে তা দিচ্ছে আর খাঁচার ভেতরে সঙ্গী পুরুষ অজগরটি পাশে থেকে সতর্ক পাহারা দিচ্ছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব শুক্রবার দুপুরে জানান, শনিবার রাত থেকে অজগরটি ডিম দেওয়া শুরু করে। ডিম পাড়ার সঙ্গে সঙ্গে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে নেয়।

তিনি জানান, এর আগে ওই অজগর দম্পতি ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়। তার আগে ২০০৪ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়, সেসময় টানা দুই মাস তা দেবার পর ৩২টি ফুটফুটে বাচ্চা ফুটেছিল। আর সর্বপ্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল, প্রথমবার ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল।

সজল আরো জানান, এই অজগর জুটিকে পার্শ্ববর্তি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সীমান্তবর্তী দিনারপুর পাহাড়ের একটি লেবুর বাগান থেকে উদ্ধার করা হয়েছিল ১৯৯৯ সালে। সে সময় থেকেই এই অজগর দম্পতি তাদের তত্ত্বাবধানে রয়েছে। অজগরটি যাতে নির্বিঘ্নে ডিম থেকে ছানা ফুটাতে পারে সেজন্য বিশেষ পরিচর্যা ও দেখভাল করা হচ্ছে।

তিনি জানান, বিপর্যস্থ, আহত এবং লোকালয়ে ধরাপড়া বন্য পশু, পাখি বা সরীসৃপসহ বিভিন্ন প্রাণীকে রক্ষা, সেবা, চিকিৎসা এবং আহার জোটানো নিয়ে কাজ করা সম্পূর্ণ অলাভজনক একটি সংস্থা- বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এর আগে যে অজগর বাচ্ছা ফুটিয়েছিল সেগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
অলিম্পিকে ইকুয়েস্ট্রিয়ানে পদক জেতার আশা সৌদি আরবের ভালুকায় কারখানা শ্রমিকের মৃত্যু ইসরাইলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ, স্বীকার প্রতিরক্ষামন্ত্রীর ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার : প্রধান বিচারপতি তৃতীয় শ্রেণির ছাত্রীকে চকলেট খাওয়ানোর প্রলোভনে যৌন নিপীড়নের অভিযোগ এবার কি যুক্তরাষ্ট্র-ব্রিটেনও ভারতীয় মশলা থেকে মুখ ফিরিয়ে নেবে? গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজির শিশুদের নিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন করলো আফগানিস্তান (ভিডিও) গাজা যুদ্ধ শেষ করতে হামাস প্রধানকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র! জামালপুরে ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশ পাইলিং শঙ্কার মুখে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি সিরিজ

সকল