১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেপালে রাস্তা থেকে নদীতে পড়ল ২ বাস! নিখোঁজ ৬৩

নেপালে রাস্তা থেকে নদীতে পড়ল ২ বাস! নিখোঁজ ৬৩ - ছবি : সংগৃহীত

ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যয় ঘটেছে নেপালে। রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়েছে দু’টি বাস। শুক্রবার সকালের এই ঘটনায় দু’টি বাস মিলিয়ে নিখোঁজ ৬৩ জন যাত্রী। নিখোঁজদের মধ্যে রয়েছেন সাতজন ভারতীয়ও। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড প্রশাসনিক কর্মকর্তাদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ওই সময় নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দু’টি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। দু’টি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই। গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে।

চিতওয়ান জেলার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা ইন্দ্রদেব যাদব সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, 'বাসগুলো যখন রাস্তা ধরে এগোচ্ছিল, ওই সময়েই ধস নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে দু’টি বাসই নদীতে গিয়ে পড়ে।'

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দু’টি বাসে চালকসহ মোট ৬৩ জন আরোহী ছিলেন। দু’টি বাসই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের কর্মকর্তারা। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement