পাকিস্তানে জরুরি অবতরণ ইসরাইলিদের বহনকারী বিমানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জুলাই ২০২৪, ২৩:৩১, আপডেট: ১২ জুলাই ২০২৪, ০৯:৫৫
দুবাই থেকে শ্রীলঙ্কা যাওয়ার পথে পাকিস্তানে জরুরি অবতরণ করেছে দুই ইসরাইলিকে বহনকারী ফ্লাইদুবাইয়ের একটি বিমান। বৃহস্পতিবার (১১ জুলাই) সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে বিমানটি অবরতরণ করে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি রাতে করাচিতে জরুরি অবতরণ করে। তবে পাকিস্তানের সাথে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।
পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরাইলিদের নিরাপত্তা নিশ্চিতে তারা অন্য সবার সাথে কাজ করেছে। বিমানটি পরে দুই ইসরাইলিকে নিয়েই শ্রীলঙ্কার উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ্য, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে সৃষ্টি হওয়া ইসরাইলের সাথে বিশ্বের অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক নেই। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। মুসলিম প্রধান দেশগুলো মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। তারা ইসরাইলকে কোনো দেশ হিসেবে মনে করে না।
সূত্র: টাইমস অব ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা