১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাশ্মিরে সংঘর্ষে ভারতীয় ২ সৈন্যসহ নিহত ১০

- ছবি : সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পৃথক দুই বন্দুকযুদ্ধে দেশটির সেনাবাহিনীর ২ সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। রোববার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে।

কাশ্মিরের স্থানীয় সরকারি কর্মকর্তাদের সূত্রে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, কুলগামের দুটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় অভিজাত প্যারা-কমান্ডোর এক সদস্যসহ দুই সৈন্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ৮ বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছেন।

হিমালয় অঞ্চলের ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ১৯৮৯ সালে জম্মু-কাশ্মিরে ভারত-বিরোধী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হওয়ার পর ওই অঞ্চলে অসংখ্যবার সহিংসতা ঘটেছে। দশকের পর দশক ধরে চলে আসা এই সহিংসতায় হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জম্মু-কাশ্মির উপত্যকায় সহিংসতার ঘটনা কমেছে।

 


আরো সংবাদ



premium cement