১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে ঘৃণাভাষণ উদ্বেগজনকভাবে বেড়েছে : যুক্তরাষ্ট্র

অ্যান্টনি ব্লিঙ্কেন - ফাইল ছবি

ঘৃণাভাষণ উদ্বেগজনকভাবে বেড়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বিশ্বে ধর্মীয় স্বাধীনতা-সংক্রান্ত একটি রিপোর্ট (রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট) প্রকাশ করেন। রিপোর্ট প্রকাশ করে তিনি জানান, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি গোটা বিশ্বে এখনও বহু মানুষের কাছে স্বীকৃত হয়নি। একই সাথে তিনি জানান, ধর্মীয় স্বাধীনতাকে রক্ষা করতে আরও কঠোর পদক্ষেপ করা উচিত।

ব্লিঙ্কেনের কথায় উঠে আসে ভারতের কথাও। তিনি বলেন, 'আমরা দেখছি ঘৃণাভাষণ, ধর্মান্তরণবিরোধী আইন, সংখ্যালঘুদের বাড়ি এবং উপাসনাস্থল ভাঙার ঘটনা ভারতে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। একই সাথে গোটা বিশ্বের মানুষ ধর্মীয় স্বাধীনতা রক্ষায় কঠোর পরিশ্রম করছেন।' রিপোর্টে বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমেরিকার শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে নয়াদিল্লির সাথে কথা বলেছেন।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের প্রচারে প্রায় সব দলের বেশ কয়েক জন নেতা-নেত্রীর বিরুদ্ধে ঘৃণাভাষণ দেয়ার অভিযোগ উঠেছে। রাজস্থানের একটি নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মন্তব্য নিয়েও বিতর্ক দেখা দেয়। কংগ্রেসের তরফে দাবি করা হয় যে, প্রধানমন্ত্রী সরাসরি বিভাজনে উস্কানি দিচ্ছেন। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে পাল্টা কংগ্রেসকেই আক্রমণ করে।

গত বছর আমেরিকার ধর্মীয় স্বাধীনতা-সংক্রান্ত রিপোর্টেও ভারতের বহুত্ববাদ, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। ভারত অবশ্য ওই রিপোর্টকে ‘ভুল তথ্যের ভিত্তিতে নেয়া সিদ্ধান্ত’ বলে খারিজ করে দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণারয়ের তরফে জানানো হয়, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক রিপোর্ট তৈরি করছেন আমেরিকার কোনো কোনো কর্মকর্তা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ অবশ্য মনে করছেন, ভারতের সাথে আমেরিকার মজবুত দ্বিপক্ষীয় সম্পর্ক থাকার দরুন এই নিয়ে বিতর্কের পানি খুব বেশি দূর গড়াক, তা চায় না দু’পক্ষের কেউই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement