১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেকোনো সময় হতে পারে মোদির জোট সরকারের পতন : কংগ্রেস সভাপতি

- ছবি : সংগৃহীত

যেকোনো সময় ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকারের পতন হতে পারে বলে দাবি করেছেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি বলেন, ‘এনডিএ কোনোরকম ভুল করে সরকার গঠন করেছে। সরকার গড়ার জন-আদেশ নরেন্দ্র মোদি পাননি। তার সরকার সংখ্যালঘু। যেকোনো সময় তাই ওই সরকারের পতন হতে পারে।’

বিজেপি তাদের জোট টিকিয়ে রাখতে রীতিমতো লড়াই করছে, এমন জল্পনা শুরু হওয়ার কয়েকদিন পর শনিবার কংগ্রেস সভাপতি ওই মন্তব্য করেন।

খাড়গে বলেন, ‘আমরা তো চাইব সরকারটা চলুক। দেশের জন্য সেটা ভালো। আমরাও চাই একসাথে দেশের জন্য কাজ করতে। দেশকে মজবুত করতে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অভ্যাসটাই এমন যে যা ঠিকঠাক চলে, তাকে চলতে দেন না। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, দেশকে শক্তিশালী করার জন্য আমরা সরকারকে সহযোগিতা করব।’

ভারতের সদ্যসমাপ্ত ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে এনডিএ জোট ২৯৩ আসন পেয়েছে। জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। তবে এই নির্বাচনে সরকার গঠনের জন্য ২৭২ আসনের প্রয়োজন হলেও তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ২৪০ আসন পেয়েছে। যে কারণে এনডিএ জোটের সঙ্গীদের ওপর ভর করে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি।

জোটের যে চারটি দলের সমর্থন বিজেপিকে রেকর্ড তৃতীয় মেয়াদে সরকার গঠনে সাহায্য করেছে সেসব দল হলো, অন্ধ্র প্রদেশের এন চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল (ইউনাইটেড) অন্যতম। এই দুই দল লোকসভার নির্বাচনে যথাক্রমে ১৬ ও ১২টি আসনে জয় পেয়েছে। এছাড়া মহারাষ্ট্রের সাত আসন জয়ী একনাথ শিন্ডের শিবসেনা এবং বিহারের পাঁচ আসন জয়ী চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি-রাম বিলাসও রয়েছে।

সূত্র : এনডিটিভি


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল