১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোদির মন্ত্রিসভার সদস্য ৭২

মোদির মন্ত্রিসভার সদস্য ৭২ - ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের পর রোববার রাষ্ট্রপতিভবনে শপথ গ্রহণ করেছেন মন্ত্রিসভার সদস্যরা। মোদিসহ মোট শপথ নেন ৭২ জন । মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি ভবনে রোববার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩০ জন। শপথ গ্রহণ করেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতীন গডকরি, জে পি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, নির্মলা সীতারামণ, এস জয়শঙ্কর, মনোহর লাল, এইচ ডি কুমারস্বামী, পীযুষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, জীতনরাম মাঁঝি, রাজীব রঞ্জন সিং, সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, কে রামমোহন নাইডু, প্রহ্লাদ যোশী,
জুয়েল ওঁরাও, গীরীরাজ সিং, অশ্বিনী বৈষ্ণব, জ্যিতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিং শেখওয়াত, অন্নপূর্ণা দেবী, কিরণ রিজেজু, হারদীপ সিং পুরী, মনসুখ মান্ডব্য, জি কিষণ রেড্ডি, চিরাগ পাসওয়ান, সি আর পাটিল।

শপথ নিয়েছেন ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। শপথ বাক্য পাঠ করেন ইন্দ্রজিৎ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন রাম মেঘওয়াল, প্রতাপরাও জি যাদব, জয়ন্ত চৌধুরী, জিতেন প্রসাদ, শ্রীপাদ জে নায়েক, পঙ্কজ চৌধুরী , কৃষণ পাল, রামদাস আঠোলে, রামনাথ ঠাকুর, নিত্যানন্দ রাই, অনুপ্রিয়া পাটিল, ভি সোমন্না , চন্দ্রশেখর প্রেমাসানী, এস পি সিং বাঘেল, শোভা করণ রাজে, কীর্তি বর্ধন সিং, পি এল বর্মা,শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগণ, অজয় টামটা, বি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগীরথ চৌধুরী, শান্তনু ঠাকুর, সুরেশ গোপী, এল মুরুগণ, অজয় টামটা, বি সঞ্জয় কুমার, কমলেশ পাসওয়ান, ভাগীরথ চৌধুরী,সতীশ চন্দ্র দুবে, সঞ্জয় শেঠ, রভনীত সিং, দুর্গাদাস উইকে, রক্ষা নিখিল খারসে, সুকান্ত মজুমদারমজুমদার, সাবিত্রী ঠাকুর, তোখন সাহু,রাজভূষণ চৌধুরী, ভূপতিরাজু এস বর্মা, হর্ষ মালহোত্রা, এন জয়ন্তীভাই বোম্বানিয়া, মুরলীধর মোহর, জর্জ কে, পবিত্র মার্গারিটা।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’

সকল