১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে ‘প্রতিবেশী প্রথম’ নীতিতে মোদির শপথ অনুষ্ঠান

নরেন্দ্র মোদি - সংগৃহীত

ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ হিসেবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৮ জুন) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনু্ষ্ঠানে বিশ্বনেতাদের অংশগ্রহণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি ও ‘সাগর’ রূপকল্প বাস্তবায়নে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর রোববার (৯ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের লোকসভার বাকি সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবেশী নেতাদের ‘বিশেষ অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

শেখ হাসিনা ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু, সিসিলির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রচন্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শপথগ্রহণ অনুষ্ঠানের পর রোববার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় অংশ নেবেন আমন্ত্রিত অতিথিরা।

নয়া দিল্লিতে শেখ হাসিনা
নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (৮ জুন) দুপুরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়া দিল্লিতে পৌঁছানোর পর প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমাদের অন্যতম মূল্যবান অংশীদারের এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গভীর বন্ধুত্ব আরো শক্তিশালী হবে।’

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫১ মিনিটে নয়া দিল্লির ভিভিআইপি বিমানবন্দর পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।

সোমবার (১০ জুন) শেখ হাসিনা দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন এবং রাত ৮টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ সিরিয়া থেকে আরো রুশ সেনা প্রত্যাহার পূর্ব সুদানের বেশিভাগ বাস্তুচ্যুত পরিবার খাদ্যাভাবে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূন্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সিরিয়া যাচ্ছেন কাতারের প্রতিনিধিদল ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা

সকল