ভারতের ৯৩ ভাগ এমপিই কোটিপতি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২৪, ০৯:১৬
ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্ট এবং বৃহস্পতিবার প্রকাশিত ন্যাশনাল ইলেকশন ওয়াচের রিপোর্ট অনুযায়ী, সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে নির্বাচিত লোকসভার নির্বাচনে জয়ীদের অধিকাংশই কোটিপতি (ক্রোড়পতি) এবং ৫৪৩ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৫৪৩ জন প্রার্থীর মধ্যে ৫০৪ জন অর্থাৎ মোট বিজয়ী প্রার্থীর ৯৩ শতাংশই কোটিপতি।
রিপোর্টে বলা হয়েছে, ২৪০টি আসন জিতে বৃহত্তম দল হিসেবে উঠে আসা বিজেপির মধ্যেও রয়েছে বিপুলসংখ্যক কোটিপতি। ২৪০ জন জয়ী বিজেপি প্রার্থীর মধ্যে ৯৫ শতাংশ অর্থাৎ ২৪০ জনের মধ্যে ২২৭ জন কোটিপতি, যার গড় সম্পত্তির পরিমাণ ৫০.০৪ কোটি রুপি (ভারতীয় টাকা), এবং ৩৯ শতাংশ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছেন।
৯৯টি আসন পাওয়া কংগ্রেস দলের ৯৩ শতাংশ কোটিপতি রয়েছে, প্রত্যেক প্রার্থীর গড় সম্পত্তির পরিমাণ ২২.৯৩ কোটি, যেখানে তাদের প্রায় অর্ধেক নেতা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৪৬ শতাংশ অর্থাৎ ৫৪৩ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের পর থেকে তাদের বিরুদ্ধে ঘোষিত ফৌজদারি মামলা রয়েছে এমন সংসদ সদস্যের সংখ্যা ৫৫% বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে, ২৪০ জন বিজয়ী বিজেপি প্রার্থীর মধ্যে ৯৪ জন এবং ৯৯ জন বিজয়ী কংগ্রেস প্রার্থীর মধ্যে ৪৯ জন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঘোষণা করেছেন।
৫৪৩ জন বিজয়ী প্রার্থীর মধ্যে ৩১ শতাংশ অর্থাৎ ১৭০ জন প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণ, খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলাদের বিরুদ্ধে অপরাধ ইত্যাদি মামলাগুলো গুরুতর ফৌজদারি মামলার অধীনে শ্রেণিবদ্ধ করা হয়।
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) চার জয়ী প্রার্থীর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। বিজেপিতে ২৪০ জন জয়ী প্রার্থীর মধ্যে ৬৩ জন এবং কংগ্রেসের ৯৯ জন জয়ী প্রার্থীর মধ্যে ৩২ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
একের পর এক কোটিপতি প্রার্থী। বিরোধী কিংবা বিরোধী কংগ্রেস কম যায় না কেউই। এমনকি ওই সংস্থার হিসাব অনুসারে দেখা যাচ্ছে যে বিপুল সংখ্যক প্রার্থী কোটিপতি। সম্পদের দিক থেকে কেউই কারোর থেকে কম যান না। ভোটের ফলাফল বের হতেই তা নিয়ে চলছে জোর আলোচনা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা