১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজ্যের বিশেষ মর্যাদা চায় বিজেপির জোটসঙ্গীরা

- ছবি : দা হিন্দু

ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার জোট সরকার গঠন করতে হচ্ছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপির। কিন্তু সরকার গঠনের আগে বিজেপির কাছে বিভিন্ন দাবি জানিয়েছে জোটসঙ্গীরা।

দা হিন্দুর খবরে বলা হয়েছে, সরকার গঠনের আগেই জোটসঙ্গীরা গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ, স্পিকারের দায়িত্ব, বিশেষ তহবিল এবং তাদের রাজ্যকে বিশেষ মর্যাদা দেয়ার দাবি জানিয়েছে।

সূত্রটি জানিয়েছে, এবারের নির্বাচনে মোদির বিজেপি এককভাবে সরকার গঠনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেনি। ফলে সরকার গঠনের জন্য তাকে সাথে নিতে হয়েছে জোটসঙ্গীদের। বিজেপি এককভাবে ২৪০টি আসন পেয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী, সরকার গঠন করতে চাইলে অন্তত ২৭২টি আসনে জয় পেতে হবে। ফলে আরো ৩২টি আসনের দরকার ছিল। এতে বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) নেতা নীতিশ কুমার এবং টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডুর প্রতি ঝুঁজতে হয় বিজেপিকে। কারণ, এ দুই নেতার দল যথাক্রমে ১৬ ও ১২টি আসনে জিতে নেয়। তাদের দলের ২৮টি আসন মোদির জোট সরকার গঠন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।

টিডিপির এক মুখপাত্র এবং এনডিএ জোটের পাঁচটি সূত্র জানিয়েছে, সরকার গঠনের আগে এই দু’টি দলই তাদের পুরোনো দাবিগুলো আবারো সামনে আনছে।

এর মধ্যে অন্যতম একটি হলো বিহার এবং অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা দিতে হবে। এর মাধ্যমে এ দু’টি রাজ্য কেন্দ্র সরকার থেকে আরো বেশি সরকারি বরাদ্দ পাবে। বিহার হলো ভারতের সবচেয়ে দরিদ্রতম রাজ্য। অপরদিকে ২০১৪ সালে যখন অন্ধ্র প্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা করে ফেলা হয়, তখন এই রাজ্যটিও তাদের বেশিরভাগ সম্পদ হারায়। ফলে বিশেষ মর্যাদা ও মন্ত্রীর পদ ছাড়াও অন্ধ্র প্রদেশের সেচ ব্যবস্থা এবং নতুন রাজধানীর কাজ সম্পন্ন করতে আরো বেশি বরাদ্দের দাবি জানিয়েছে টিডিপি। অপরদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রীর পদ ছাড়াও শিল্প প্রকল্পের জন্য আরও বরাদ্দ দেওয়ার দাবি করেছেন।

সূত্র : দা হিন্দু


আরো সংবাদ



premium cement