গেরুয়া ঝড়ে লাগাম! ফল ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ১২:৩১
‘অব কি বার চার শ’ পার’, এই ছিল বিজেপির স্লোগান। নরেন্দ্র মোদির মুখেও শোনা গেছে এই কথা। কিন্তু তা আর হলো কই? বরং গেরুয়া শিবিরের রথ কিছুটা থমকে গেল। একক সংখ্যাগরিষ্ঠতা পেল না পদ্ম শিবির। এর পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপম খেরের।
এমনিতে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত অনুপম। নিজের নামের পাশে হিন্দুত্ববাদী ট্যাগ তিনি লাগিয়েও দিয়েছেন। রামমন্দিরের উদ্বোধনের আবহে রামের নাম লেখা চাদর জড়িয়ে ভিডিও-ও পোস্ট করেছিলেন। সেই অনুপম ভোটের ফল ঘোষণার পর সোশাল মিডিয়ায় লেখেন, ‘কখনো কখনো ভাবি সৎ মানুষের এতটাও বেশি সৎ হওয়া উচিত নয়। জঙ্গলে যে গাছটি সোজাভাবে দাঁড়িয়ে থাকে সেটি সবার আগে কাটা পড়ে। যে মানুষ বেশি সৎ, তাকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়। কিন্তু এর পরও তিনি সততা ছাড়েন না। এই জন্যই কোটি কোটি লোকের অনুপ্রেরণা হয়ে যান।’
প্রসঙ্গত, বিজেপি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে। আগেরবার যে রাজ্যে ৬৪ আসন পেয়েছিল এনডিএ জোট, এবার সেই উত্তরপ্রদেশে এনডিএ জোটের আসন সংখ্যা মাত্র ৩৬। গোবলয়ে বিজেপির দ্বিতীয় ধাক্কা রাজস্থানে। আগেরবার যে রাজস্থানে ২৫ আসন পেয়েছিল গেরুয়া শিবির, এবার সেখানেই ১১ আসন গিয়েছে ইন্ডিয়া শিবিরে।
হরিয়ানা, ঝাড়খণ্ডেও বড় ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। বিহারে ধাক্কাটা এতটা জোরাল না হলেও, সেরাজ্যেও আগেরবারের থেকে ৯ আসন কমেছে বিজেপির। এমনকী প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটেও সব আসন জিততে পারেননি মোদি-শাহরা। সেই কারণেই কি অনুপমের এই পোস্ট? এমন প্রশ্ন তুলছেন অনেকে। অনেকে আবার তারকার পোস্টের কমেন্ট বক্সে সমবেদনা জানিয়েছেন।
যদিও এত কিছুর মধ্যেও মোদির নামে ঝড় উঠেছে মধ্যপ্রদেশে। সেরাজ্যে ২৯ আসনের মধ্যে ২৯টিই জিতেছে গেরুয়া শিবির। আবার ছত্তিশগড়ে ব্যাপক ঝড় তুলে ১১টি আসনের মধ্যে ১০টি জিতেছে গেরুয়া শিবির। তবে এই ফলাফলগুলো প্রত্যাশিতই ছিল। অপ্রত্যাশিত হলো বিহার, রাজস্থান, হরিয়ানায় বিজেপির এই ধাক্কা।
ভারতের সংসদের নিম্ন-কক্ষ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কোনো দলকে ২৭২টি আসন পেতে হয়। বিজেপি এককভাবে সেই সংখ্যা থেকে অনেকটা পিছিয়ে আছে। তবে এনডিএ জোট সঙ্গীদের নিয়েই যে তাদের সরকার গড়তে হবে।
জানা গেছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯১টি আসন পেতে চলেছে, অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের আসন সংখ্যা ২৩৪। কংগ্রেস ২০১৯ সালে ৫২টি আসন পেয়েছিল আর এবার তারা জিতছে ৯৯টি আসনে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা