‘মোদির ক্ষয়... দিদির জয়’
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ জুন ২০২৪, ১১:২৭
ভারতের বাংলা পত্রিকা ‘এই সময়’ তাদের শীর্ষ শিরোনাম করেছে ‘মোদির ক্ষয়... দিদির জয়’।
এর নিচে পরিসংখ্যান রয়েছে ভোটের, আর তারও নিচে পাশাপাশি তিনটি শিরোনাম ছেপেছে কাগজটি।
বড় অক্ষরে মূল শিরোনামে লেখা হয়েছে ‘নিরঙ্কুশ নন, রামধাক্কা রামরাজ্যেই’, মাঝের শিরোনাম পশ্চিমবঙ্গের ফলাফল নিয়ে : ‘মমতা বঙ্গে ফুল ফোটালেন সেনাপতি অভিষেক’ আর একেবারে ডানদিকের শিরোনাম ‘আজ বৈঠকে টিম ইন্ডিয়া’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি এবং রাহুল গান্ধি- তিনজনের ছবিই রয়েছে তিনটি প্রতিবেদনের সাথে।
প্রথম প্রতিবেদনে লেখা হয়েছে যে কিভাবে ‘৪০০ পার’ এর যে স্লোগান বিজেপি দিয়েছিল, সেই আশা তাদের পূরণ হয়নি এবং আড়াইশোর গণ্ডিও একা বিজেপি পেরুতে পারেনি।
পাশের চার কলমের খবরটি, যা পশ্চিমবঙ্গের ফলাফল কেন্দ্রিক, সেখানে লেখা হয়েছে ‘মমতা-অভিষেকের যুগলবন্দীতে বঙ্গে ফেল মোদি-ম্যাজিক। দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে আর মোদি বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছেন- তৃণমূলের সুনির্দিষ্ট এই প্রচারের সামনেই ধূলিসাৎ হলো বিজেপির বাংলা জয়ের স্বপ্ন।’
কলকাতার আরেকটি কাগজ ‘বর্তমান’ অবশ্য জাতীয় ফলাফলের পরিবর্তে শীর্ষ শিরোনাম করেছে পশ্চিমবঙ্গের ফল নিয়ে।
তারা লিখেছে, বঙ্গে মমতা ঝড়।
এর নিচে অবশ্য তারা এই উপ-শিরোনামও দিয়েছে ‘মোদি ম্যাজিক শেষ ভরসা এনডিএ’।
শিরোনামে পশ্চিমবঙ্গের ফলাফলের প্রতিফলন দেখা গেলেও প্রতিবেদনের শুরু হয়েছে এভাবে : ‘পরাস্ত বিদ্বেষ-বিভাজন। প্রত্যাখ্যাত ধর্মের রাজনীতি। স্পষ্ট ধর্মনিরপেক্ষ ভারতের বার্তা। আর সবথেকে বড় নৈতিক পরাজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা